রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর এলাকায় এই ঘটনা ঘটে

R

reviews100

Guest
https://www.linkedin.com/pulse/divine-invocation-code-reviews-2024-provides-unique-opportunity-kzzze


https://support.google.com/looker-studio/thread/257324269?hl=en&sjid=366397606000195241-AP


https://support.google.com/looker-studio/thread/257324269

পটুয়াখালীর দশমিনায় বাজার থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে মারধর করে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল বশার গত মঙ্গলবার রাতে বহরমপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণ আদমপুর রাস্তায় কিছু যুবক তাঁকে মারধর করে চেইন, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে এলাকার লোকজন তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দশমিনা থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।